বানরের গলায় কী আর মুক্তার মালা শোভা পায়
তেমনি জ্ঞানের প্রতি ভালোবাসা হারিয়ে মন আমার কবিতা লিখতে চায়
মন যা বলে ভালোবেসে লিখব বলে কলম নিলাম হাতে
নিজের লেখা নিজেই পারিনা জ্ঞানের অভাবে বুঝতে
ভালোবেসে কেউ দেয় না বাহবা লেখা পড়ে
আমার ভয় পাছে কেউ কিছু যদি জিজ্ঞেস করে
নিজের সৌন্দর্যতা নেই বলে ভালোবেসে খুঁজি অন্যের মাঝে
যা দেখি তাতেই মুগ্ধ হই নিজেকে আড়ালে রেখে
লিখতে গিয়ে লেখার চেয়ে ভাবনা আসে বেশি
কী লিখলে ভালোবাসবে আমায় এই ভাষা এখনও ভেবে পাইনি
শিক্ষায় ভাব ভাবে শিক্ষা আর ভালোবেসে ভাব না আসলে তার হয় না কবিতা লেখা
তবুও অবুঝ মন বুঝতে না পেরে শুধুই দেয় তাগাদা
অবুঝ মনের পাল্লায় আমার অবস্থা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি
তবুও সেই মন এখনও ভালোবেসে কলম ছাড়তে হয়নি রাজি।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা