অক্ষর ধরে জ্ঞান, জ্ঞানে আছে শক্তির খেলা
ঠিক যেমন গোপী সঙ্গে কৃষ্ণ লীলা রাধার ভালোবাসা যেন গলার মালা
বর্ণের খেলায় জ্ঞানকে ভালো না বেসে শব্দ নিয়ে যারা করে মাতলামি
তারা কী জানে শব্দ নিয়ে করা যায় না পাগলামি!
রাধা নামে কৃষ্ণ যদি করে খেলা
অক্ষর বর্ণে শব্দ গড়ে দিয়ে যায় ভালোবাসা
অক্ষর বর্ণ শব্দ নিয়ে ভালোবেসে এ বিশ্ব আছে মেতে
যে কথায় বন্ধুত্ব হয় আবার সেই কথায় শত্রুর পরিচয়
বর্ণ থেকে ধারণা করে শব্দ গড়ে ওঠে
ভালোবেসে সেই শব্দে বাক্য হলে তা আবার হৃদয় জয় করে
ধর্ম অর্থ কাম মোক্ষ বর্ণ দিয়ে শব্দ
ভালোবেসে তার মহিমা বর্ণনে গড়ে ওঠে বাক্য যা তথ্য সমৃদ্ধ তত্ত্ব
ঈশ্বর আছেন ঈশ্বর নেই ভালোবেসে শব্দ বাক্যের খেলা
বুঝে যেবা তার আনন্দের না আছে সীমা
বর্ণের শব্দ ব্রহ্মকে ভালোবেসে হয়েছেন যারা ভিখারি
মুখের শব্দ সকল কেড়ে নিয়েছেন তিনি
জ্ঞানীর জ্ঞান শব্দে থাকে ধরা
ভালোবেসে নানা বর্ণে শব্দ দিয়ে তাঁদের জীবন গড়া
একই বর্ণ একই শব্দ ভালোবেসে কত রূপ ধরে
প্রকাশ ভঙ্গিতে শুধু অর্থ যায় পাল্টে
নদীর স্রোতের মতো বর্ণের শব্দ বাক্য নিয়ে চলে অবিরত
জ্ঞানের খোঁজে স্রোতের টানে ভালোবাসাই যেন তার গন্তব্য