রস-রক্তাদি ছয়টি ধাতুর যাহা সার
ভালোবেসে বীর্য্য নাম কয় লোকে তার
অসদালাপে দিন দিন আয়ুক্ষয়ে পাপ বৃদ্ধি হয়
আর ভালোবেসে জ্ঞানকথা শ্রবণ কীর্তনে পাপ ক্ষয়
বিত্ত, বাক্য, আয়ু ও কলেবর এ চারটি অসার বস্তু হইতে
ভালোবেসে দান, সত্য, কীর্তি ধর্ম এবং পরোপকার সারচতুষ্টয় উদ্ধার করিবে
মনুষ্যজন্ম লাভ করিয়া জ্ঞানকে ভালোবেসে অর্জন করো
ধর্মে অনুরাগ, শাস্ত্রে চিন্তা, দানে অত্যাসক্তি, ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে বৈরাগ্য
জন্মগ্রহণের ফলস্বরূপ যদি লোভে লাভের লালসা নাও করো
তথাপি ভালোবেসে সযত্নে মূলধন রক্ষা হাতছাড়া না করিও।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা