শিক্ষার উৎস যে একমুখী নয় বহুধাবিস্তৃত
জ্ঞানকে ভালোবেসে একথার মান্যতা আছে কী সর্বত্র
জ্ঞানকে ভাল না বেসে যদি আলস্যের বশীভূত হও তুমি
বুদ্ধির তীক্ষ্ণতা না রবে তোমারি
এমন কথা করহ বর্ণন যাহাতে লোকের হয় কল্যাণ সাধন
আর জ্ঞানকে ভালোবাসো অন্তরে প্রফুল্ল হবে তোমার মন
রক্তমাংসের মানুষকে নিয়ে গড়ে ওঠে কল্পকাহিনী
যা বাস্তব এবং অবাস্তবের মিশেলে তৈরী
একসময় সেই কল্পকাহিনীই ভাল না বেসে জ্ঞানকে গ্রাস করে
বাস্তব সত্তার যত অস্তিত্ব থাকে
প্রকৃত বাস্তব জ্ঞানসত্তার যা কিছু আছে
মানুষ যেন সকল কিছুই ভুলে থাকতে ভালোবাসে
জ্ঞানকে ভালবেসে নিজের কাছে নিজেকেই যদি অর্থহীন করতে না পারি
তবে মানব জন্ম বৃথা বলে মানি
অক্ষর বর্ণ শব্দ বাক্যের ত্যাগ তিতিক্ষা ভালোবাসা যেটাই হবে
তা যেন পড়তে পড়তে মগজের কোষে তীব্র আলোড়ন তুলে
ভোরের সূর্য ভালোবেসে নতুন আশার আলো জাগায় অন্তরে
সূর্যাস্তে আশার আলো তেমনি যায় যে নিভে
জ্ঞানকে ভাল না বেসে ভেদাভেদের আগুনে যারা ইন্ধন জুগিয়ে থাকে
মানুষের মূল্যবোধের ভিতটাকে তারা তছনছ করতে জানে
ভালোবেসে প্রতিবেশীর বিপদে সাহায্যের হাত বাড়িয়ে
ক'জনাই বা ভেদাভেদ ভুলে থাকতে জানে
যে কোনো উপায়ে সাফল্যের চূড়ায় পৌঁছানোই কী অভীষ্ট
না কী জ্ঞানকে ভালোবেসে সকলের সঙ্গে থাকাই লক্ষ্য
অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ যে শিক্ষায় তুমি পাবে
ভালোবেসে সেই শিক্ষা গ্রহণ করো দ্বিধাহীন মনে
বিশ্বজোড়া পাঠশালায় বিশ্বজোড়া ছাত্র
জ্ঞানকে ভালোবেসে এমন প্রকৃত শিক্ষক পাবে যে নগণ্য
ভালোবেসে যুক্তি তর্কে বাড়ে ধ্যান জ্ঞান
কু-তর্কে বাড়ে যে অজ্ঞান
চিন্তার মুক্তিকে রক্ষা করতে অসীম-শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে
জ্ঞানকে ভালোবেসে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা