ভগবান আপনাকে ভালোবেসে কী বলে সম্বোধন করবো
তুমি না আপনি কোনটি আপনার পছন্দ বেশি
শিক্ষার আলো ভালোবেসে প্রবেশ করেনি অন্তরে
তাই আলো নয় অন্ধকারই আমায় ডাকে আদর করে
কাকে কী বলতে হবে শিখতে পারিনি এখনও
সেটা যে আমারই দুর্ভাগ্য
শ্রদ্ধা ভক্তি জ্ঞান জন্ম নেয়নি হৃদয় মাঝে
তাই আমি তুমি আপনি আপন পর ভালোমন্দ পর করেছে ভাল না বেসে
ঈশ্বর,আল্লাহ, গড, ভগবান আরও কত নামে আপনাকে নিয়ে টানাটানি করে সকলে
কিন্তু আপনি ভালোবেসে কাকে কাছে টানেন একথা কেই বা জানে
সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে মানুষকে পাঠিয়েছেন এই ধরাধামে
তবে আমাকে কেন অজ্ঞান রেখেছেন কোন কর্ম দোষে
যে জ্ঞানে সমৃদ্ধ হলে মানুষ হয় সৃষ্টির শ্রেষ্ঠ জীব
ভাল না বেসে সেই জ্ঞান বাদ দিয়ে কেন গড়েছেন আমার মতো হীন জীব
ভাল মন্দ,আসল নকল, আপন পর ভালোবেসে চিনতে পারি না জ্ঞানের অভাবে
প্রভু এই নশ্বর দেহ দিয়ে আপনার কোন কাজে আসবে
যে জ্ঞান থাকলে ভালোবেসে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায়
তাকে বাদ দিয়ে এই দেহ ঘর শুন্য নামে পরিচিতি পায়
অর্থহীন, রূপহীন, জ্ঞানহীন এই ভালোবাসার দেহ গড়ে
ভালোবেসে সময় নষ্ট করে আপনার কী লাভ হবে
প্রভু আপনার কোম্পানির ভালোবেসে তৈরী এই দেহ
মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ
থাকে না কেন
যতদিন ভালোবেসে আপনি দেন গ্যারান্টী
ততদিন তা নষ্ট হয় না তা আমরা আবার জানি
গ্যারান্টীর মেয়াদ শেষ হবার পর
দেহ তখন বিগড়াতে থাকে ভালোবেসে দেখে না আর আপন পর
প্রভু, অজ্ঞানের প্রতি ভালোবেসে করা যায় না কী একটু কৃপা
আপনার কিঞ্চিৎ জ্ঞান দানে তবেই ঘুচবে এই অধম জীবের দৈন্যদশা।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা