আমি অজ্ঞান, কিছু না জেনেই জ্ঞানী মেধাবীগণের নিকট জানবার জন্য
ভালোবেসে জিজ্ঞাসা করছি কিছু প্রশ্ন
প্রথম জাতকে ভালোবেসে কে দেখেছিল
যখন অস্থিরহিতা অস্থিযুক্তকে ধারণ করল
প্রাণ ও শোণিত আসে ভূমি হতে
কিন্তু ভালোবেসে আত্মা আসে কোথা হতে
কে বিদ্বানের নিকট ভালোবেসে একথা জিজ্ঞেস করতে যায়
আমি অপক্কমতি মনে কিছু বুঝতে না পেরে জানতে আগ্রহ হয়
এ সকল সন্দেহ পদ ভালোবেসে দেবতাগণের নিকটেও নিগূঢ়
আর আমি তো ব্যক্তি হিসেবেই হই মূঢ়
কোথা হতে এ অলৌকিক মন উৎপন্ন হয়েছে
আর এসকল কথা ভালোবেসে বলেই বা কে
আমিই এই কিনা, তা না জানি আমি
কারণ আমি মূঢ়চিত্ত হয়ে সর্বস্থানে বিচরণ করি।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা