জ্ঞানের আছে প্রাণ প্রাণের আছে দেহ
সেই প্রাণের সৌরভ ভালোবেসে তুমিও পেতে পারো
ভালোবেসে যে জ্ঞানে লুকিয়ে থাকে প্রাণ
খুঁজে দেখো হৃদমাঝারে আছে তার সন্ধান
যে প্রাণের টানে জ্ঞান ছুটে চলে
ভালোবেসে ধর তাকে সেই প্রাণ পেতে
যুগ যুগান্তর ধরে প্রাণ  কে আশ্রয় করে
জ্ঞান ভালোবেসে তার কর্ম যায় করে
প্রাণের সন্ধান ভালোবেসে পাও যদি জ্ঞানে
শক্ত হাতে ধরে রাখো যেন না যায় ছুটে
তাজা প্রাণ আছে জ্ঞানে
তাই সে ভালোবেসে তোমাকে কাছে টানে
আবার জ্ঞান যদি দূরে ঠেলে
ভাল না বাসার ক্ষমতাও তার জানা আছে
জ্ঞান প্রাণকে খুশি করতে ভালোবাসায় ত্রুটি না  রাখে
তাই আধুনিকতা আত্মস্থ করে প্রতি মুহূর্তে
প্রাণের শক্তি জ্ঞানের সৌরভ পাবে তুমি বর্ণে
ভালোবেসে তা গ্রহণ করে ছড়িয়ে দাও সবার মনে
জ্ঞানকে ভালোবেসে যদি পাও প্রাণের ক্ষীণ রশ্মিরেখা
সে তোমারই উপলব্ধির হীরকবিন্দু বলে কথা
মানুষের অন্তরের অন্তস্থল থেকে উঠে আশা একান্ত নিজস্ব শ্রদ্ধা
যা জ্ঞান ভক্তি ভালোবাসার মিশ্রনে গড়া প্রাণের ধারা
কলম কালী দিয়ে মুখরিত দিব্য শক্তি
জ্ঞানকে ভালোবেসে এগিয়ে চলে প্রাণ প্রতি
প্রকৃতি নিজেকে সাজাতে জানে আবার সারাতেও জানে
কারণ জ্ঞানকে ভালোবেসে প্রকৃতি যে প্রাণ নিয়ে খেলে
জ্ঞানের আছে প্রাণ, প্রাণের আছে শক্তি
তবুও ভালোবেসে তার প্রতি আসে না কেন ভক্তি
কলম কালী দিয়ে মুখরিত দিব্য শক্তি
জ্ঞানকে ভালোবেসে এগিয়ে চলে প্রাণ প্রতি
প্রকৃতি নিজেকে সাজাতে জানে আবার সারাতেও জানে
কারণ জ্ঞানকে ভালোবেসে প্রকৃতি যে প্রাণ নিয়ে খেলে



সংগ্রহ :- আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা