রংকে ভালোবেসে শ্বেতকে করেছি শান্তির প্রতীক
গেরুয়া হয়েছে ত্যাগের প্রতীক
কৃষ্ণকে ভালোবাসি কিন্তু কৃষ্ণবর্ণ শোকের প্রতীক
আর সবুজকে ধরি আমরা তারুন্যের প্রতীক
ভালোবাসার আরও কত রং আছে
যখন যেখানে যার দরকার অভাব হবে না তার
ভালোবেসে রং শুধু সুরক্ষা দেয় না
সাবধানতার বার্তা দিতেও ছাড়ে না
ভালোবেসে লালকে বলি বিপদ, কমলাকে বলি কিছু ক্ষতি
হলুদকে বলি সামান্য বিপদ আর সবুজ হচ্ছে নিরাপদ
ভালোবেসে কারখানায় ব্যবহার করি জলের পাইপে ঘন সবুজ
বোঝাতে চাই তুমি আমি ভাই আছি নিরাপদ
ভালোবেসে বাষ্পের পাইপে অ্যালুমিনিয়াম রং ব্যবহার করি
আর অ্যাসিড গাঢ় বেগুনি হওয়ায় আকাশি নীল ধরি
আমরা যারা ভালোবেসে রাজনীতি করি, রাজনৈতিক মৃত্যু ছাড়া
সকল মৃত্যুই যেন মূল্যহীন বলে ভাবি
ভালোবাসার বিন্দুমাত্র প্রয়োজন, তাগিদ , ইচ্ছে, যদি না থাকে
সে কী ভালোবেসে সুখী হতে পারে
আমি যাকে ভালোবাসি আধো নিদ্রায় ও জাগরণে
ভালোবেসে আমায় পাবে তুমি মুঠোফোন হাতে
সত্য অনুপস্থিত, কারণ সত্য অপ্রিয়
অপ্রিয় সত্যকে ভালোবেসে স্বীকার করা নয়তো আমার কর্ম
ভালোবেসে মুঠোফোনে জগৎ বন্দী
না কী আমি নিজেকেই নিজে বন্দী করে রাখি
ভালোবাসা তুমি যে আমার বুকের মধ্যে জেগে থাকা উপন্যাস
তাইতো তোমাকে নিয়ে আমার এত দীর্ঘশ্বাস
বিজ্ঞানের ভেক ধরে অপবিজ্ঞান, আর যুক্তির ভেকে অযুক্তি
ভালোবেসে বিজ্ঞানবোধের আলোকবৃত্তে তাদেরকে আনতে না পারি
ভালোবেসে মুষ্টিবদ্ধ হাতে যদি হিমালয়কে ঢেকে রাখতে পারি
তাতে হিমালয়ের গর্ব হয় না খর্ব।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা