জ্ঞানপিপাসু পাঠক যিনি
ভালোবেসে জ্ঞান অন্বেষণে মগ্ন তিনি
জ্ঞানকে ভাল না বেসে যে আত্মপরিচয় হারিয়ে ফেলে
সে যে অতীত মুছে অন্ধকার ভবিষ্যতের দিকে হাঁটে
যিনি বিদ্বান ও জ্ঞানচর্চার প্রতি শ্রদ্ধাশীল
ভালোবাসার প্রতি তিনি যে যত্নশীল
স্বাধীন মনোভাব, অকাট্য যুক্তিতে তুমি যদি এগিয়ে চলো
অনেকের ভালোবাসা সঙ্গে থাকবে তোমার গতি ধরে রাখ
ছবির ভাষা বা দৃশ্যের যে কোনো সীমানা হয় না
জ্ঞানকে ভালোবেসে একথা সহজে অনেকে মানতে চায় না
ভালোবেসে বেসরকারি কর্মী রাত দিন এক করে কাজ করে পেটের দায়ে
এর পরও ভবিষ্যত নিরাপত্তার ঝুলন্ত খাঁড়া যেন ঝুলে থাকে
ভুক্তভোগী সাধারণ মানুষের মনের কথা ভালোবেসে দায়িত্ব নিয়ে
সমাধান না হয়ে রয়ে যায় কথার ফুলঝুরি রূপে
ভালোবেসে জটিল চিকিৎসার দায় কেই বা নিতে চায়
সরকার, চিকিৎসক, সাধারণ মানুষ কার আছে দায়
কম উৎপাদনে কম উপার্জন, বেশি উৎপাদনেও কম উপার্জন
জ্ঞানকে ভালোবেসে কৃষিতে এই তত্ত্ব বোঝে কয় জন।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা