বেদান্ত প্রসিদ্ধ শ্রবণাদি বিজ্ঞান
জ্ঞানকে ভাল না বাসিলে তা হয়ে পরে অজ্ঞান
কর্মফলভোগী কর্মী, জন্ম ও মরণে আসক্ত অজ্ঞান ব্যক্তি
জ্ঞানের প্রতি ভালোবাসায় বিশ্বাস না করাটাই বুদ্ধি
জ্ঞানকে ভালোবেসে জানিতে না পারিয়া
বিষয়রূপ অগ্নিতে হর্ষ প্রকাশ করে মূঢ়েরা
যাহা কৃত্রিম, তাহা হইতে অকৃত্রিম মোক্ষ কিরূপে হইবে লব্ধ
তাই যেভাবেই পারো জ্ঞানকে ভালোবাসো
যে মোক্ষ স্বভাবসিদ্ধ অকৃত্রিম জ্ঞান হইতে লব্ধ হয়
তাহা কৃত্রিমতা হইতে ভালোবেসে কী প্রকারে সংগ্রহ হয়
জ্ঞানপূর্বক যেবা দুষ্কৃত  উপার্জন করে
জ্ঞানকে ভালো না বাসিলে তার প্রায়শ্চিত্ত না আছে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা