করতলগত আমলকী ফলের ন্যায় যদি কালতত্ত্ব অবগত হতে পারো
তবে ভালোবেসে বিদ্যা জ্ঞান তপস্যায় হবে তুমি সমৃদ্ধ
কুশলের নিমিত্ত জ্ঞানের যে অঙ্কুরোদগম হইয়াছে
ভালোবেসে ফলোদয় পাবে তুমি চোখের নিমেষে
রবিকে প্রদীপ দান করা ইহা নয় কী তুচ্ছ কথা
তবুও ভালোবেসে করতে হয় কারণ আছে কী জানা
জ্ঞান ভালোবেসে নিশ্চিন্ত আশ্রয় চায়
আবার সুরক্ষা নিয়েও তার চিন্তা হয়
মানব ভালোবেসে জ্ঞানধাতু তপস্যা করিলে
দেহধাতু পরিহার করে আর সংসারী হয় না কোনোকালে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা