জ্ঞানসন্ন্যাসী, বেদসন্ন্যাসী, কর্মসন্ন্যাসী
জ্ঞানকে যদি ভালোবাসি তবে কেমনে অস্বীকার করি তিন সন্ন্যাসী
হিংসা তৃষ্ণা ও যাচঞা যা আত্মজ্ঞাননাশিকা
ভালোবেসে আত্মজ্ঞানলাভে দূর হবে সেই সকল ধাঁধা
অন্তরাত্মা যে ব্রহ্ম
ভালোবেসে সকলে মানে কী সেই তত্ত্ব
যাহারা স্বকীয় আত্মাকে পরমেশ্বর হইতে ভিন্ন মনে করে
জ্ঞানের প্রতি ভালোবাসা হয়নি বলে তারা জানতে না পারে
ভালোবেসে দেহের যাহা সৌন্দর্য্য বলিয়া মনে হয়
তাহা ভূষণ ও বস্ত্রাদির চাকচিক্য ভিন্ন অন্য কিছু নয়
জ্ঞানকে ভাল না বেসে স্নেহ-আত্ম-জ্ঞান রহিত যিনি
তাহার সৌন্দর্য্যতা কোথায় খুঁজবো আমি
জ্ঞান ভালোবাসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
অথচ সকলে থাকতে কী চায় একসাথে।

সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা