মানুষ তো অনেক পাওয়া যায়
ভালোবেসে হুশওয়ালা মানুষ পাই কোথায়
হুশের মানুষ পাই যদি
ভালোবেসে দেখতে চাইতাম আমি
হুশের ঘরে বেহুঁশ মানুষ কতই পাওয়া যায়
ভালোবাসতে গেলে তার নাকি আবার হুশের দরকার হয়
হুশ আছে কী নেই
ভাল না বাসলে তা আবার বোঝার উপায় নেই
ভালোবেসে হুশের খবর করতে গেলে
হুশের নাকি ঘুম উড়ে যায়
হুশের ঘরে তালা দিয়ে
পার যদি ভালোবাসতে
ভয় নাই শঙ্কা নাই
ভালোবাসতে থাকো তুমি নিশ্চিন্তে।