মুখ দেখে মনের ভাষা বোঝে কজনা
ভালোবেসে তা কী হিসেব করে দেখো না
মুখের কথা শুনবো বলে এলাম আমি শীঘ্র করে
কিন্তু ভালোবেসে অপেক্ষাকে উপেক্ষায় মন হল তীব্র
ভালোবেসে মনের কথা বুঝতে হলে
ধরতে হবে মুখের ভাষা যত্ন করে
ভালোবেসে মন যায় যেখানে
মুখের ভাষা কী আর সেই কথা বলে
ভালোবেসে মুখের কথায় মনের ভাষা প্রকাশ করো যদি
ভুল বুঝবে অনেক লোকে বুঝবে না সেই ভঙ্গি
মনের কথা মুখে এনে প্রকাশ করা নয়তো সহজ
আবার ভালোবেসে তা বুঝতে পারা সেও কী সহজ?  
জ্ঞানকে ভালোবাসতে না পেরে
মনের কথা মুখ পর্যন্ত আসে না যে.....
ভালোবেসে মনের ভাব যদি প্রকাশ করো
দুঃখ পাবে অনেক লোকে ভেবে দেখো
ভালোবেসে মন যে তোমার নানা স্থানে ঘোরে
একস্থানে স্থির থাকতে না জানে
ভালোবেসে মনের ঘরে উঁকি দিয়ে দেখ
মণি মুক্তা পাবে কিনা পাবে যদি ধরতে জানো
ভালোবেসে অনেক কথা বলতে পারে লোকে
সে কী জানে মন তার বাঁধা কোন ঘাটে
ভালোবেসে মনের কথায় সায় দিলে পরে
তবুও মন কেন অস্থির হয়ে ঘুরে ফিরে


মুখের কথার কী দাম আছে
মন ভালোবেসে যদি অন্য কথা বলে
ভালোবেসে মন যা চায় মুখ যদি তা বলে
তবে সকল কিছু সহজ মনে হবে
ভালোবেসে মনের কথা মুখে এনে
রসে মেখে দাও তা গড়িয়ে
ভালোবেসে মনের ভাব প্রকাশ না পেলে
অন্তরের দহন জ্বালা সইবে কেমনে
জ্ঞানকে ভালোবেসে ভাল মন্দ বিচার করো বিবেক বুদ্ধি মন দিয়ে
কিন্তু ‘ভাল’ টা যেন সম্পূর্ণ বাদ না পড়ে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা