ভালোবেসে চন্দ্র যে আলো দেয়
ধর্ম বর্ণ না দেখে বিলায়
সূর্য ভালোবেসে যে তাপ আলো বিতরণ করে
জাত পাত দেখে না সে ব্রহ্মাণ্ডে
বায়ু তার প্রবাহ সর্বত্র সমান
কুল মান না দেখে তার বহমান
ভালোবেসে বৃষ্টির ধারা বহে সকল স্থানে
উঁচু নিচু ভেদাভেদ না করে কর্মে
শত্রু মিত্র সকলকে
মাটি আশ্রয় দেয় ভালোবেসে
আকাশের ভালোবাসা মহাকাশ জানে
তাইতো সকলকে প্রাণ দান করে
যে জলের অপর নাম জীবন
ভালোবেসে সেই জীবন দানে জলের ভেদ হয় না দর্শন
আগুন জ্বালাতেও পারে, পোড়াতেও পারে
আবার ভালোবেসে জীবন তৈরিতেও লাগে


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা