ভালোবাসা তোমায় ছাড়া
আমার জীবন যে দিশেহারা,
ভালোবেসে গ্রামে যদি মাতব্বর না থাকে
গ্রামের লোক দিশা না পাবে,
ভালোবেসে নৌকায় যদি মাঝি না থাকে
তবে নৌকা কোন দিশায় ছুটবে?
মাঝি ছাড়া নৌকার যাত্রী যারা,
ভালোবেসে পথের যাত্রী পথের দিশা পাবে কী তারা?
বিমান বাস জাহাজে চালক যদি না থাকে,
ভালোবেসে কে নিয়ে যাবে তোমায় গন্তব্যে?
ভালোবেসে দক্ষ মাঝি ধরো
সে যানে তুমি উঠে পড়ো;
তোমার লক্ষ্য গন্তব্যে পৌঁছানো
মাঝির কাজ ভালোবেসে সেই স্থানে যান ভিড়ানো ;
সাথীহারা দিশেহারা বাক্যহারা হতে হবে না তোমাকে,
যদি ভালোবেসে দক্ষ মাঝি থাকে নিকটে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা