জ্ঞান নেই বলে ভালোবেসে নিজের বক্তব্য গুছিয়ে বলা হলো না আমার,
তাইতো অংক কষে হিসেব যে মিলে না আর,
কষ্ট যদি হয় কখনো ভালোবাসা বলে ;
তোমার মায়ায় ঢেকে দিও সকল যাবে মুছে,
জ্ঞান দিব্যরূপ,ভবোদ্ভব ভালোবেসে তাকে যায় না চেনা
আর আমি ভবোভিত তাই আমাকে খুঁজতে হয় না,
যাদের স্বভাবতোই পরম ধন,
জ্ঞানকে ভালোবেসে ভক্তিতেই থাকে সেই মন ;
জ্ঞানের আছে ত্রিনয়ন,
ভুত ভবিষ্যত বর্তমান যাতে আছে বিদ্যমান,
ভালোবেসে আর কত জ্ঞান দিবে তুমি?
অবুঝ অবোধ বলে বুঝতে পারি না আমি,
ভালোবেসে জ্ঞান নিয়ে কেন এত খেলা খেলো
বুঝতে না দিয়ে খেলে চলো।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা