আমি তোমার প্রেম ভিখারি
ভাল না বেসে রেখেছো অন্ধ করি।


ভালোবেসে ঠাঁই নিয়েছো মনে,
অথচ দেখা দাও না দু নয়নে,
ভালোবেসে মনের মাঝে উদয় হও
বুঝতে পারিনা কখন আবার মিলিয়ে যাও,
জীবনে মরণে ভালোবেসে তোমার মতো সাথী পেলে;
তার কী আর অভাব থাকে এই দেহ ঘরে,
বিষয় আশয় ভুলে তোমায় নিয়ে থাকি
ভাল না বেসে দিও না আমায় ফাঁকি,
ভালোবেসে চারিদিকে কত রং মেখে রেখেছো তুমি
মনের আঙিনায় তোমায় ছাড়া কাউকে না দেখি,
ভালোবেসে তোমার নামে ডুবতে চাই আমি
তবে চারিদিকে কেন এত অন্ধকারের হাতছানি,
তোমার নামকে ভালোবেসে পার হয়েছে কত জনা
তবে কেন অধম অজ্ঞানের প্রতি দয়া হয় না?
যে নামকে ভালোবেসে পাগল হয় ত্রিলোকবাসী
তবে আমার মন কেন গলে না তোমার প্রতি?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা