হৃদয়ে অহিত কোনো কিছু যদি বাসা বেঁধে থাকে
তবে ভালোবেসে জ্ঞান তত্ত্বে তুমি সুখ পাবে,
ভালোবেসে গুরু বিদ্যাদির উপদেষ্টা হন
আবার যথার্থ ন্যায়বাদী সন্দেহ নিবর্তক তিনিই রন,
তৎকথিত বাক্য বিচক্ষণের শ্রদ্ধেয়
জ্ঞানকে ভালোবাসলে পাবে তুমি তার আদ্যপান্ত,
হৃদয়বীজ থাকে যার অন্তরে
ভালোবেসে তাকে পাওয়া সহজ কথা নহে,
তর্ক বা চক্ষু দিয়ে হয় না যার সাক্ষাৎকার
জ্ঞানকে ভালোবাসলে পাবে তুমি সেই অধিকার।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা