লাজ লজ্জা ভয়,
জ্ঞানকে ভালোবাসতে তিনেরই দরকার হয়,
মানুষকে তার ক্ষমতা বুঝে চলতে কয়
তবেই ভালোবেসে জ্ঞান পেতে সহজ হয়,
মানব যেমন তার আদর্শে নিজ মুখ দর্শন করে
তেমনি ভালোবেসে স্বপ্নও দেখতে হয় তার অবস্থান বুঝে,
চাও যদি মনের আকুলতা দূর করার শক্তি
তবে ভালোবেসে জ্ঞানকে ধরো পাবে মুক্তি,
মৃত্যুভয় বা বন্ধনের কারণ যদি আসক্তি হয়
সেই আসক্তি দূর করতে জ্ঞানকে ভালোবাসতে কয়,
জ্ঞানকে ভাল না বেসে সুখী হতে গেলে
অনেক কিছুই যে এড়িয়ে যেতে হবে,
এ দিক ওদিক না দেখে আনন্দ করো যে কোনো মূল্যে
তবেই তুমি সুখী হবে জ্ঞানকে ভাল না বেসে,
জ্ঞানকে ভাল না বেসে আমি যে অন্ধ
ভালোবাসা বুঝি না বুঝি শুধু স্বার্থ।।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ,  পত্র পত্রিকা