জ্ঞানের প্রতি ভালোবাসা যা আর্থসামাজিক মূল স্রোতে গড়া
যদিও অংশগ্রহণে এখনো রয়ে গেছে অনেক আসন ফাঁকা
মাঝে মাঝে তোমার আমার আচার-আচরণে প্রকাশ পায়
যথেষ্ট পরিমাণে জ্ঞানের অপ্রাপ্তি বোধের পরিচয়
অতি সংবেদনশীল বিষয়ে যদি প্রকাশ পায় মনোভাব
তবে তা কিন্তু বলে দেয় তা কী জ্ঞানের পূর্ণতা না তার অভাব
সত্যের প্রতি ভালোবাসা হোক নীতি যা হবে চিরস্থায়ী
আর অজ্ঞান অন্ধকার জীবন যেন না হয় দীর্ঘস্থায়ী    
যোগ্যতা থাকলেও ভালোবেসে সুযোগ পায় না অনেকে
আবার অযোগ্য লোকও যোগ্য হয় অদৃশ্যের হাত ধরে
জ্ঞানের প্রতি ভালোবাসায় জাতি হবে ক্ষমতাশালী
উন্নত মানের মানবসম্পদ বহু গুণে বাড়বে যদি থাকে সত্যের প্রতি ভক্তি।


সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা