জীবনের গল্প নয়তো এত ছোট
কিন্তু কোথা দিয়ে এতটা সময় পেরিয়ে গেল
একদিনে ফুরিয়ে যায়নি সময়
অবহেলা অনাদরে করেছি যার অপচয়
কত হেসেছি, কত কেঁদেছি, কত কাঁদিয়েছি
আর এখন জীবন বেলার শেষ লগ্নে শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে আছি
যাকে নিয়ে বাঁচলে সব কুল হত রক্ষা
তাকে ভুলেই আমি গড়েছি আমার যত অট্টালিকা
সময় এসেছে ফুরিয়ে, সংশোধন করার সময়ও গেছে পেরিয়ে
শেষ বেলায় বুঝেও অবুঝ হয়ে রয়ে গেলাম ধরণীর কোলে।
সংগ্রহ : আদর্শলিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা