বই তার নাম জ্ঞান যার ধাম
শুধু ভালোবাসা পেতে চাই তার সন্ধান


বই কে ভালোবাসে আর জ্ঞানকে বাসে না
এমন মানুষ কিন্তু খুঁজে পাবে না
বই আর জ্ঞান ভালোবেসে পাশাপাশি রয়
ঠিক যেন জীবকে ঘিরে পরমের বসতি কয়
জ্ঞানকে ভালোবেসে করতে পারো কী
সে বিষয়ে বই হবে তোমার সাক্ষী
জ্ঞানকে ভালোবাসলে বই জ্ঞানের জগৎ বাড়াতে পারে
আবার অজানা জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতেও জানে
নতুন বইয়ের গন্ধ যেমন টানে তোমায় কাছে
জ্ঞানকে ভালোবেসে দেখো বন্ধু পাবে পাশে
বই প্রেমিক যারা বই ছাড়তে পারে না তারা
কারণ ভালোবেসে জ্ঞানকে আপন করার থাকে তাড়া
বইকে ভালোবেসে জ্ঞানকে আপন করে
জীবনে মরণে তাকে নাও সাথী করে
বইয়ে থাকে অক্ষর, অক্ষরে থাকে জ্ঞান
জ্ঞানকে ভালোবেসে দূর করো অজ্ঞান
বই থাকে নানা রঙের, জ্ঞান থাকে নানা প্রকারে
ভালোবেসে সুজ্ঞান সংগ্রহ করো বুদ্ধি সহকারে
জ্ঞানীগুনী বলে গেছেন ভালোবেসে
লিপিবদ্ধ জ্ঞান আছে বইতে
বইকে ভয় পেলে জ্ঞান যায় দূরে সরে
জ্ঞানের লোভে ভালোবেসে বইকে নাও আপন করে
বইয়ের পাতায় পাতায় কত অজানা কাহিনী
জ্ঞানকে ভালোবেসে দেখো সব ভয় দূরে চলে যাবে জানি
ভালোবেসে জ্ঞানের টানে বই আসে
আর বইয়ের টানে জ্ঞান বাড়ে
ভালোবেসে শান্তি যদি পেতে চাও
বইয়ের জ্ঞানকে ভালোবেসে হৃদয়ে স্থান দাও
বইয়ের ভালোবাসা অক্ষরের সাথে  
অক্ষরের ভালোবাসা জ্ঞানকে নিয়ে
বইয়ের অক্ষরগুলো ভালোবেসে পাঠককে বলে
আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো যাবো তোমার সাথে
অক্ষরে  অক্ষরে ভালোবাসা নিয়ে নতুন নতুন সাম্রাজ্য  পাবে
বইয়ের পাতায় পাতায় সেই কাহিনী ধরা আছে
জ্ঞানের বই কোথায় পাই ভালোবেসে প্রশ্ন করি যদি
জ্ঞান মানে কী সে কথা আগে জানতে হবে বৈ কী
ভালোবেসে ত্রিকালধরা আছে বইয়ের পাতায়
জ্ঞানকে আশ্রয় করে যাত্রা শুরু হোক জীবন খাতায়
জ্ঞানকে ভালোবেসে বই পাগল মানুষ যারা
জ্ঞানটুকুই সম্বল বাকি যে সর্বহারা
ভাল বইয়ের বিকল্প কিছু হয় না
তাই জ্ঞান ছাড়া ভালোবাসা আসে না
পাটিসাপ্টা আর ক্ষীরের স্বাদের যে সন্ধান আছে
জ্ঞানকে ভালোবেসে বই আর অক্ষরে সেই রস পাবে
বইকে জ্ঞানের আশ্রয় বলে যদি মানি
জ্ঞানকে ভালোবেসে পাবে তুমি শক্তি
বই আর জ্ঞানের ভালোবাসা আছে যেথা
ভালোবেসে মন যে ছুটে চলে সেথা
বইয়ে যা ছাপা আছে,, অক্ষরে থাকে শক্তি
ভালোবেসে জ্ঞানের আলো  দিবে তোমায় মুক্তি
বইকে ভালোবেসে জ্ঞানের আলো যদি না ফুটে
ভাববে তুমি বিষয় নির্বাচনে ত্রুটি আছে
বই আর জ্ঞানের কথা যুগ যুগান্তর ধরে
ভালোবাসার কথা বলে মানুষকে পাগল করে
ভালোবেসে বইপোকা উপাধি পায় যে জন
জ্ঞান অন্বেষনে সদা ব্যস্ত থাকে তার মন
ভালোবেসে কোনো কিছুর উপর ওজন চাপালে তার ভার বৃদ্ধি হয়
বইতে থাকা জ্ঞান মস্তিষ্কে চাপালে তার ওজন কী দিয়ে মাপা যায়
ভালোবাসা হয় বইয়ের সাথে কারণ তার সাথে জ্ঞানের সম্পর্ক
আর অক্ষর ছাড়া বই যে অপূর্ণ
তুমি যদি জ্ঞান চাও তবে বইকে হাতে তুলে নাও
ভালোবেসে জ্ঞানের আলো জ্বালিয়ে পড়া চালিয়ে যাও
বই পাড়ায় থাকি না আমি
কিন্তু দূর থেকেই জ্ঞানকে ভালোবাসি
ধর্ম কর্ম জ্ঞান বইতে ধরা আছে তার মান
ভালোবেসে দেখো একবার পাবে তার পূর্ণমান
বাস্তবকে ভালোবাসো বা কল্পনার জগৎ
বই ছাড়া সকলি যেন মৃতবৎ
ভালোবেসে বইকে করো তুমি ঠিকানা
অজানার মাঝে জ্ঞান ই হবে তোমার একমাত্র ভরসা
বইয়ের সাথে ভালোবাসা হয়নি যার
বোধহয় জ্ঞানের চাহিদা এখনো আসেনি তার
যে বইয়ের অক্ষর জ্ঞান দিয়ে তোমার যাত্রা শুরু
সময়ের সাথে জ্ঞানের চাহিদা হয়ে যায় সরু
অক্ষর জ্ঞান নিয়ে বইয়ের যাত্রা কবে শুরু হয়েছিল
ভালোবেসে তা কী কেউ মনে রেখেছিলো?
অক্ষর জ্ঞানের জন্য জন্মে মানুষ
বইকে ভাল না বেসে হয়ে যায় ফানুস
অক্ষরকে ভালোবেসে জ্ঞান যদি পেতে চাও
তখনই তুমি বই এর স্মরণে যাও
ভালোবেসে প্ৰিয় বই কাছে  পেলে অনেকের খুশি না ধরে
ফলস্বরূপ জ্ঞান অর্জনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে
জ্ঞানের কথা বলে যে বই
ভালোবাসা না পেয়ে অনাদরে থাকে সেই
ভালোবেসে জ্ঞানের বিকল্প কিছু নাহি আছে
চরম শত্রুও সেই বইকে অস্বীকার না করে
জ্ঞানে গুনে বড়ো হয় সেই জাতি
বইকে ভালোবেসে তাড়া বানায় নিয়তি
বই প্রেম জন্মেছে যার অন্তরে
জ্ঞানের সঙ্গে ভালোবাসা হয়েছে তার অজান্তে
ঘরে লোক দেখানো বই রাখে যারা
ভালোবেসে বলতেই পারে জ্ঞানের ভান্ডার আছে আমার ধরা
জ্ঞানের উন্নতিতে ভালোবেসে বই ভিন্ন অন্য কিছু কী আছে
নিন্দুকেরা বলতেই পারে – আছে আছে ঢেড় কিছু আছে
ভালোবেসে কার কোন বই ভাল লাগে বলা কী যাবে
জ্ঞান যে সবার প্রিয় নয় একথাও মিথ্যা নাহি হবে
বই নিয়ে জ্ঞানের কথা কজন বলতে পারে
জ্ঞান নিয়ে আলোচনা সবাই ভাল না বাসে
চিন্তা বিশ্লেষণের মাধ্যমে মানসিক সক্ষমতা বৃদ্ধিতে
ভালোবেসে জ্ঞান অন্বেষনে বইয়ের বিকল্প কী কিছু আছে
সৃষ্টিশীল ও সৃজনশীল হতে গেলে
জ্ঞানকে ভালোবেসে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে
বইমেলায় ভিড়ে ভালোবেসে যেতে পারি না পছন্দের স্টলে
ভিড়ের স্রোতে নিজেকে সামলে উঠতে পারি না যে
বইমেলায় জনসমাগমের ভিড় ভালোবেসে যে দিকে নিয়ে যাবে
স্রোতের টানে শরীরের গতি যে সেই পথ ধরে
সকল নেশা ভাল কী মন্দ জানি না
ভালোবেসে বই পড়ার নেশা খারাপ এটা মানতে পারি না
ভালোবেসে বই কিনলে লেখক বা প্রকাশকের লাভ হবে
আর বই না পড়লে নিজের ক্ষতি মাপা নাহি যাবে
ভালোবেসে মোবাইল কিনতে বা রিচার্জ এ পয়সার অভাব হয় না
কিন্ত জ্ঞান অন্বেষণে বই কিনতে অর্থ জুটতে চায় না
লেখক প্রকাশক ও পাঠক
বইকে ভালোবেসে সকলের মন ভরে উঠুক
জগতকে ভালোবেসে জ্ঞানকে ছুঁতে যদি কারো ইচ্ছে হয়
ধন নয় মন নয় গ্রন্থজ্ঞান ই একমাত্র সহায় রয়
কালো অক্ষরের শিকল যদি শৃঙ্খল হয়ে ওঠে
বইয়ের পাতায় অথবা সাদা কাগজে তা বাঁধা পড়ে
গ্রন্থ তীর্থে গ্রন্থরাশির মধ্যে লুকিয়ে থাকে স্বপ্নের গুপ্তধন
জ্ঞানকে ভালোবেসে খুঁজে নাও সেই  ঈশ্বর ধন
অনন্ত গ্রন্থ সাগরের মাঝে অন্তহীন তরঙ্গ খোলে
জ্ঞানকে ভালোবেসে ভেসে চলো সেই তরঙ্গ সনে
দুই মলাটের মধ্যিখানে কোণ রহস্য বিরাজ করে
ভালোবেসে যা ভাবায়, স্বপ্ন দেখায়, আশা জাগায় মনে
অতীত বর্তমান আর ভবিষ্যত এর মাঝে
জ্ঞানকে ভালোবেসে বই যেন সাঁকো গড়ে তোলে
ভালোবেসে বই কিনতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, সঠিক অর্থ নিরুপণ করতে হবে
তবেই জ্ঞান তার সার্থক আলো পাবে
জ্ঞানকে ভালোবেসে মনের পুষ্টির জোগান দিতে
বই পড়ার কোনো বিকল্প কী হতে পারে
বইয়ের বাক্য পড়ে  করো অর্থ উদ্ধার
আর ভালোবেসে করো তুমি জ্ঞানের সঞ্চার
বইয়ের জ্ঞান  সেতুরূপে গড়ে তুলে বিদ্যান
আর ভালোবেসে ঘুচিয়ে দিবে সকল ব্যবধান
জ্ঞানকে ভালোবেসে একার সঙ্গে একা আড্ডা দেওয়ার এমন বন্ধুত্ব
বই ছাড়া অন্য কোন রসদ ভাবনা মাত্র
সুস্থ মনে জ্ঞানের বৃহৎ পরিসর গড়ে তুলতে জানে
যদি ভালোবেসে একমাত্র বই সাথে থাকে
বই লেখার লেখকের অভাব না পাবে
কিন্তু ভালোবেসে পাঠক পাওয়া সহজ কথা নহে
বইয়ের পাতায় পাতায় পাবে তুমি
ভালোবেসে অজানা বিশ্বকে আবিষ্কারের হাতছানি
তথ্যের বিস্তৃতি ঘটাতে পারে আন্তর্জাল
কিন্তু তথ্যের গভীরতা বাড়াতে ভালোবেসে বই যে নির্ভেজাল
বই যদি জীবনের সঙ্গী হয়
তবে ভালোবেসে জ্ঞানকে বুঝতে কম কথা কইতে হয়