মন আমার কাঁদিস কেন ভাই
যাবার সময় চোখের জলে বিদায় নিতে নাই
মায়ার বাঁধন টুটবে এবার
মুক্ত পাখি আকাশে ডানা মেলবে আবার
মরলে কাঁদিস না আমার মন
এই দেহঘরে ফুরিয়েছে তোর প্রয়োজন
পরানমধ্যে হৃদয়পুরে ছিল তোর বসতি
তবুও এক মুহূর্তের জন্যও তোকে চিনতে পারিনি
বিজ্ঞান পতির প্রতি ছিল তোর মন
তার খোঁজ না করে আমি আজ নরাধম
তোর সহপতিকে চিনতে পারিনি আমি
যিনি সমস্ত বিজ্ঞানের হন অধিপতি
সেই প্রাচীনযোগ্য পতি শান্তি দ্বারা সমৃদ্ধ
তার কথা ভেবে আমি পাই না কেন আনন্দ
যা ছিল প্রাণের আরাম মনের আনন্দ
শান্তি সমৃদ্ধি নিয়ে যিনি হয়েছেন অমৃত
তার কথা ভুলে দেহ সুখে ছিলাম মত্ত
মন তুই আজ আমায় ক্ষমা কর আমার অপরাধ ছিল যত
এই দেহে তুই আর আসবি না আমি জানি
কারণ আমি যে কষ্টের কাঁটা হয়ে ছিলাম তোর সাথী
তোর যত চাওয়া পাওয়া ছিল আমার কাছে
এই দেহ দিতে পারেনি তার কিছুই অভাব ছিল জ্ঞানে
নতুন দেহ নিয়ে আসবি তুই
তাই তোর সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমি রত রই
চোখের জলে বিদায় দিলে অমঙ্গল হবে তোর
তাই সকল মায়া ছিন্ন করে যাত্রাপথে এবার হও অগ্রসর।


সংগ্রহ : আদর্শ লিপি, ধৰ্মগ্রন্থ, পত্র পত্রিকা