প্রিয় ও প্রিয়া উভয়ের প্রীতিযোগে হয় যদি সঙ্গম
সেই অতি প্রীতিবর্ধনকারী ভালোবেসে করে তার গর্জন,
যখন আমার প্রিয় লাভ হবে
তখন আপনার সহিত ভালোবেসে আমার সঙ্গ হবে,
যুবতী কুসুমের ন্যায় সুতরাং ভালোবেসে কুসুম ব্যবহারবৎ আচরণ করো
কারণ যুবতীতেও কোমল ব্যবহারই সর্বথা কর্তব্য,
প্রেম সম্ভাসনে আমার চিত্ত আপ্যায়িত করে
শান্তিকর্মে শান্তিপ্রদ শান্তাদেবী ভালোবেসে যেন শান্তিতে থাকে,
অতি সুন্দর সুচারু মঙ্গল তার জন্যই বিধান
যিনি জ্ঞানকে ভালোবেসে দিতে পেরেছেন প্রতিদান।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা