আমি প্রেম কী জানিনা প্রেম কী বুঝিনা
তবুও জ্ঞানকে ভালোবাসার কথা কেন ছাড়তে পারি না
প্রেমের পাগল হলে পরে প্রেম কী মিলে
না কী ভালোবেসে ভাব সাগরে ডুবে প্রথম রতন পাবে
আশা নিয়ে ভালোবাসা
না কী জ্ঞানকে ভালোবাসার খোঁজে আসা
গয়না যত ছিল পরিয়ে দিলাম গায়
ভালোবাসা ছাড়া যেন বৃথা সমুদয়
উৎকণ্ঠা নিয়ে যদি রাত কেটে যায়
তার চেয়ে ভাল জ্ঞানকে ভালোবেসে যদি দেহ মন জুড়ায়
প্রেম সাগরে সাঁতার কেটে মিটে না আমার আশা
জ্ঞানকে ভালোবাসতে না পারলে সবকিছু যেন বৃথা
ভালোবাসার টানে ছুটে চলি তোমার প্রাণে
তবুও কী হয় না দয়া খানিক তোমার মনে
ভালোবেসে সব দিয়েছি পাই না কিছু নিজের বলে
তবুও কী তোমার হয় না কৃপা অভাগার পানে
ছুটতে ছুটতে ক্লান্ত আমি কোলে তুলে নাও
ভালোবাসা নাই বা দিলে আসা যাওয়ার অবসান করাও
কোথায় তুমি কোথায় আমি আকাশ জমিন ফারাক মানি
ভালোবাসা পেলে দিগন্তে যাব মিলি
ভালোবাসার সুখ পাখি দেখতে কেমন হয়
আশা নিয়ে ঘর করা আশায় জীবন যায়
ভালোবেসে পাগল হলাম জ্ঞানের খোঁজে
ভালোবাসা না পেয়ে পাগল বলে লোকে
ছেড়া ছেড়া অক্ষরে ভালোবেসে গাঁথা এ মালা
আমি জানি এ মালায় হয় না তোমার পূজা
কোণ অক্ষরে গাঁথলে মালা হবে তোমার পূজা
ভালোবেসে বলে দাও আমায় সেই সকল ভাষা
শখ ছিল ভালোবেসে তোমার চরণে অর্ঘ্য দিবো দুহাত ভরে
এক হাতেই আঁকতে হল জালা ভরা পুষ্প নিয়ে
ভালোবেসে তোমার চরণ পেতে জীবন গেল বয়ে
হৃদয় স্পর্শ করার সাহস হবে না কোন কালে
মন যে আমার কত কিছু বলে লিখতে পারি না এই কলমে
কারণ ভালোবাসা দিতে পারিনি তোমাকে সেই ভয়ে
আমার হৃদয় জুড়ে থাকো তুমি চিনতে পারি না আমি
বুঝতে পারিনি তোমার হৃদয়ে ভালোবেসে এখনও স্থান আমার হয়নি
কথামালা গেঁথে দাঁড়িয়ে আছি থাকবো চিরকাল
নাই বা পেলাম ভালোবাসা কালের অবসান হোক সকাল সকাল
ভালোবাসার কাঙাল বলে স্থান হয় না কোথাও
লোকে ভিখারি বলে তাড়িয়ে দেয় চোখের সামনে থেকে দূর হও
তোমায় ভাল বাসতে বাসতে যেদিন বন্ধ হবে শ্বাস
ভালোবাসা আর চাইবো নাক এই দিলাম আশ্বাস
ভালোবেসে মনেতে যত অঞ্জলি ছিল তোমার জন্যেতে
তার কতটুকুই আর প্রকাশ পেলো এই লেখনীতে  
অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়
তেমনি আমার ভালোবাসায় তোমার চোখে জল যে হারায়
বীণা সুতোয় মালা গেঁথে অক্ষর দিয়ে সাজাব যতনে
ভালোবেসে সুখী হবো এই ছিল মনে
অক্ষর পুষ্প নিয়ে অঞ্জলি দিবো তোমার পায়ে
ভালোবেসে গাঁথবো মালা হৃদয়ে দিয়ে
অক্ষরে অক্ষরে শব্দ পুষ্প হলে পরে
ভালোবেসে ডাকবো তোমায় পরিয়ে দিবো গলে


(চলবে )