যে নদীকে ঘিরে গড়ে ওঠে নগর সভ্যতা
তাকে ভাল না বেসে করি শুধুই অবহেলা
নদীকে ঘিরে গড়ে ওঠে কত গল্প, কবিতা, উপন্যাস
কিন্তু ভালোবেসে তার যত্ন নিতে বললে আমি হয়ে যাই উদাস
নদীকে রক্ষায় নয় তাকে ব্যবহারে আমি তৎপর
আর ভালোবেসে মুখে বুলি আউরে বলি তোমরা হও সোচ্চার
নদী দূষণে যাদের হাত আছে তাদের হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও
ভালোবেসে আমার হাতটাকে তোমরা শুধু ছেড়ে দাও
অধিপত্যবাদীরা ভাল না বেসে সচেষ্ট থাকে নদীর উপর ক্ষমতা কায়েম করবার
যেন মুক্তনদীর গতিকে ঘিরেই তাদের যত কারবার
পৃথিবীর প্রায় সব সভ্যতা ভালোবেসে গড়ে উঠে নদীকে কেন্দ্র করে
আবার তার অপব্যবহারে পতনও হয় তাকেই ঘিরে ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা