সূর্য ছিল
আকাশ ছিল
ছিল পথের ধুলি
আমার জীবনে ছিলেগো তুমি
আঁধার রাতের রাণী ।
গাছ ছিল
প্রাণ ছিল
ছিল সাদা  আলো
ভুল ভেবে কেন চলে গেলে দূরে
হারিয়ে গেল ভালো ।
দুঃখ এসে জড়িয়ে ধরে
স্বপ্ন নিল কেড়ে
সবুজ পথের দিশারা বোধহয়
মিলিয়ে গেছে নীড়ে ।
বাতাস ছিল
আভাস ছিল
ছিল মুখের হাসি
অতীতগুলো সাজানো কেমন
প্রাণ ভরা কোনো বাঁশী ।
রাতের তারা ফুরিয়ে গিয়ে
ফুটত নতুন আলো
স্বপ্নগুলো নিত সেজে
নতুন আবীর ধুলো ।