মিথ্যে বলা পাপ তো জানি
তবুও আমি উপায়হীন
সঙ্গের সাথে হইনি নিঃস্ব
বিশ্বাস আজ বুদ্ধিহীন ।
রাত- প্রভাত হয়ে বিরল
সূর্য্যি মামা ওঠে –
চাদর ঢাকা বিছানাটায়
তখন চাঁদের আলো হাসে ।
একি মোহ নাকি আগ্রহ
বুঝিনিতো তা আজও
মনের সাথে পাল্লা দিয়ে
মস্তিষ্ক হয়েছে দূরহ
চলতে চলতে ক্লান্ত আমি
পথের মাঝে একা
ভুবন মাঝে ঘুমিয়ে আছি
তোমার করে প্রতীক্ষা ।