মৃত্যু যখন বলবে তোমায়
পূর্ণ তোমার দিন
পারবে কী তুমি পালিয়ে যেতে
নাকি রইবে শুধুই মীন ?
যখন তোমার শক্তি-সাহস
সবই যাবে চলে
পারবে কী তুমি আট্‌কাতে তাকে
নাকি রইবে শুধু চেয়ে ?
চোখের সামনের আলোর জোয়ারে
রাত্রি এসে গেলে
পারবে কী তুমি সরাতে তাকে
যে আসে না বলে ?
কল্পনা ভরা স্বপ্নের দুনিয়া
হঠাৎ ছেড়ে গেলে
পারবে কী তুমি ঘুমাতে আবার
আনতে তাকে ফিরায়ে ?
যখন তোমার আহত নিঃশ্বাস
চলতে থাকে থেমে থেমে
পারবে কী তুমি চালাতে তাকে
আরও বেশী জোরে ?
স্বপ্ন যতই থাকুক তোমার
আর মন ভরা ভাবনা
পারবে না তুমি করতে কিছুই
এটাই প্রকৃতির চেতনা ।
যতই তুমি নাওগো প্রন
নাও যতই বাসনা
শূন্য তুমি নিয়মের কাছে
এটাই হিসাবের যাতনা ।
তাই নিতে হবে জেদ নিজের তরে
যতই ছোটো হোক দিন
একটু সময়েই করবো অনেক
যা হবে না কখনোও ক্ষীণ ।
এমন জিনিস রইবে মনে
শত শত ব্যক্তির মাঝারে
যা সমান হয়েছে, একটু সময়ে-
শত সহস্র   বিচারে ।
তাই থাকো সুখে , করো প্রন
এগিয়ে শুধু চলো
মৃত্যুকে ভুলে গিয়ে
জীবন প্রকৃতিকে চেনো ।