নকল মুকুট মঞ্চে রেখে,
চল্লে লিঁও আসল পড়ে।
লক্ষ কোটি যোজন দূরে,
রাজার বেশে তারার পরে।
রইল পড়ে নানান মঞ্চ,
স্মৃতি ঘনানো রঙ্গমঞ্চ।
হঠাৎ করেই নিভে গেলে,
আরও পাওয়া হাওয়ায় মেলে।


মাঝে ক'দিন টানাটানি,
দৈব জোরে দেরি জানি।
দীপাবলীর দীপের মালায়,
সাজবে বলে শেষ বেলায়।
নিলে তুমি চির বিদায়
অশ্রু আলো শেষ-শ্রদ্ধায়।
ইচ্ছে ছিল দেখব 'ফেরা'
ফিরবে নাকো তোমার ফেরা।
'বেলাশুরু' বেলার শেষে,
চিরশান্তি'র অন্যদেশে।