দানবগুলো বেজায় জব্দ,
রা কাটেনি, টুঁ শব্দ।
রঙিন আলো, মোমবাতি,
সলতে উঁচিয়ে দিয়ার বাতি -
দিয়েছে আলো এক্কেবারে,
না নিভে বারেবারে।
আতসের ধোঁয়াশে ঢাকিনি তারা,
আতঙ্কহীন ওরা পোষ্যরা।
ছিল ধূপ, ছিল ধুনোর গন্ধ,
খোলা মুখোশে নাসারন্ধ।
ভাগ্গিস! ছিল শঙ্কার দ্যোতনা,
স্বতন্ত্র তাই আরাধনা।
তবে ফিবছর? রইল বাজি,
জিতবে শব্দের আতশবাজি।