খাতায় লেখার লাইনগুলো,
কেমন চলেছে সমান্তরালে।
ওরা নিয়ম মেনে সমদুরে,
কেমন টানা একই তালে।
ভাবি, ওরা যদি মিলতো,
অসীমের কোনো আবডালে।
পাশাপাশি চলতে চলতে,
হঠাৎ হাত ধরত আড়ালে।
কিন্তু, বিধি যে বাম,
ওরাতো সমান্তরালে।


যদি একটু ভেবে দেখো,
দেখবে আমরাও সেই চালে।
সমবেত স্বকীয় স্বতন্ত্রে,
সারিতে সম অন্তরালে।
সম্পর্ক, ভালোবাসার ভেদে
কখনো আসা কাছে চলে -
একদম গা ঘেঁষে,
আণবিক দূরত্বে মাপলে।
কখনো রেখা যোজন দূরে,
যেখানে সূর্য অস্তাচলে।


বিধাতার প্রতিটি কলমে,
ধার্য কালি কমবেশি।
জীবন রেখার ছুটে চলা,
যতক্ষণ আছে সে মসি।
নিবিড় সমান্তরালে যে,
সেও থামে নিয়মের বশি।
কখনো পরে বা আগে,
জীবন তারা পড়ে খসি।
ততদিনে জন্ম নিয়েছে,
নিবিড় রেখার সুক্ষ দেহাংশী।
ভালোবাসায়, সমান্তরালে
ধাবিত ওই নব শশী।


একাল যেন সেকালে হারায়,
ওই সমান্তরাল সারি।
নতুন করে রেখা পাতে,
উল্টো পাতায় সমান্তসারি।