ভগ্ন স্থবির এই ধরাতল,
সব যেন গেল রসাতল।
ব্যাধি, মৃত্যু, ক্ষুধা, রুজি,
চারিপাশে বাঁধা আজি।
পরিত্রানের আশায় বাঁচা,
আঁকড়ে ধরে গৃহখাঁচা।
সুখ! এমত বিলাসিতা,
স্বপ্নহীন এক উদাসীনতা।
কিছুদিন আগেওতো,
একাকী পড়েছিল সে তো।
বিষ বাষ্পে ন্যুব্জ হয়ে,
শত উৎপীড়ন সয়ে।
নিয়েছিলে সে খোঁজ,
চাঁদ-তারা যেথায় রোজ?
ভোলেনি মেঘ, ভোলেনি পাখি,
ডানা মেলে তাই দুই সখী।
আজ এ মন খোঁজে ঠাঁই,
ভিন্ন খাতে বৈঠা বাই।
জানালা, বারান্দা, ছাদ
যদি মেলে একটু ফাঁক।
খপ করে ধরে ফেলা,
টুকরো আকাশে মেঘের ভেলা।
সুখের জড়ি তোমার নীলে,
ঝাঁকে পাখি, শঙ্খচিলে।
স্বস্তি খুঁজি যদি মেলে,
'আকাশ' - তুমি আগেও ছিলে।
ভুলেছিলেম দেখতে তোমায়,
রোজনামচার ব্যস্ত জাঁতায়।
এখন হাতে অনেক সময়,
ফিরে আসা বুঝে দুঃসময়।
ফিরতে বোলোনা তুমি আকাশ,
দেখি তোমাতে চিলতে প্রকাশ।
ভাল আছো তুমি আকাশ,
বলছে তোমার শ্বাস-প্রশ্বাস।
বন্দী হয়েও হারাইনি আশ,
ভাল থেকো আমার আকাশ।।