ভিক্ষাবৃত্তি নয়তো পেশা
করি পেটের দায়ে,  
শরীর রোগে জর্জরিত
পারছিনা উঠতে মাটি থেকে ।
ওষুধ কেমনে কিনিব
পকেটে নাই টাকা যে ।
দুনিয়া চলছে নিজের মতে
দেখার নেই কেউ আমাদের।
চাইতে গেলে ভিক্ষা
খেতে হচ্ছে পেটে লাথি ,
তবুও করি ভিক্ষা, নয়তো পেশা
করি পেটের ও সংসারের তরে ।
ভালো মানুষ ভালো বুঝে
দেয় যে দু এক টাকা ,
খারাপ মানুষ পাশ ফিরিয়ে
যায় যে চলে ঘৃনার চোখে চেয়ে।
এটাই আমার জীবন
চলছে এদিক ওদিক একপেশে
মনের কষ্ট মনে চেপে
চলেছি ভিক্ষাবৃত্তি করে ॥