আর নাকি তুমি ভালোবাসো না আমায়
কোনরকম অনুভবে অনুভুতিতে নেই আমি ,
নিজের মুখে যেই রাতে শোনালে আমায়
বাঁধ ভাঙ্গা চোখের জলে ভিজেছে বালিশ
নিজেকে রাখতে পারিনি ধরে একা একা
ভরা কোটালের ঢেউয়ে হৃদয় চূর্ণ বিচূর্ণ
বেঁচে থাকার আশা টুকুও হারিয়ে ফেলেছি ,
তোমার জগৎ এখন অন্য আমি তাতে নেই
চেয়েছিলাম শুধুই একটু দেখা আর কথা
অনেক আশা প্রতিশ্রুতির পরেও বাধলে সাধ ।
কি দোষ ছিলো, চেয়েছিলাম দূর হতে ভালোবাসতে
প্রকাণ্ড এক প্রাচীর তুলে দিলে দূরে ঠেলে
অন্তহীন ভালোবাসার নেই কি আজ দাম ?