তোমার রক্তে বিষিয়ে গেছে ধোকা দেওয়ার স্বভাব
কি কারনে দূরে সরালে দেবে কি আমায় জবাব ?
বুকের ভিতর দুঃখ আমার দাবানল জ্বলেরে
তোর কারনে চোখ দিয়ে বৃষ্টি অনর্গল ঝরে রে ।  তোর পরশে জুড়াতাম মনের শান্তি জ্বালারে
তানা করে ঘর বাঁধলি আমায় ফেলে একলা রে ।
ভালোবাসার ভাঁটা এখন আমার অন্তরের অন্তরে
তোর মনে প্রেম এখন পরের তরে উথলে পড়েরে ।
বলেছিলাম তোমায় জীবন বানাবো .....
কিন্তু তুমি দিয়ে গেলে জীবনে হাজারো দাগ ,
আমার থেকে নিজেকে তুমি দূরে সরায়ে
দিয়েছে মোরে জীবনে মরণের ভাগ ।
কোনোদিনও পড়বে না আমার  মনের ঘরে তালা
চিরদিন তোমার জন্য এ মনের আছে জানালা খোলা ।