মুক্ত বাতাস কোথায় পাবো
তোমার কাছে এলে পাই ।
তোমার কোলে মাথা রেখে
জীবন কাটাতে যে চাই ।
তোমার রূপের সবুজের ছটা
গায়ে মাখতে বারে বারে চাই ।
গাছের ডালের নানান পাখির কূজন
মনের মাঝে আনে অন্য সৃজন ।
পুষ্করিণীর জলে খেলিছে হাঁস
তাহার পাড়ে এক পায়ে দাঁড়িয়ে বাঁশ ।
মেঠো পথে চাষি চলে এঁকে বেঁকে
বক চিল চড়ুই উড়ছে ঝাঁকে ঝাঁকে ।
শিউলির ডালে সাদা ফুলের গন্ধে
মন মেতে উঠে আনন্দের ছন্দে ।
সূর্যাস্তে লাল আভার তোমার রূপ
সেই সুন্দর রূপ চোখ ধাঁধাঁনো খুব ।
মন চায় ফিরে আসি বারে বারে তোমার কাছে
নীরবে নির্জনে সাজাবো মোরে তোমার সাজে ।
পুনঃ জন্ম লইতে চাই তোমার মাঝে
ফিরাযো না মোরে ধূষণের সাঁঝে॥