তোমার জন্য আজও .....
শ্বাস প্রশ্বাস আওয়াজ দিয়ে বলে
ফিরে এসো কাছে এসো ।
তোমার জন্য আজও .....
পৌষ মেলার মাঠে কবিতার  পাতা
ছড়িয়ে ছিটিয়ে অপেক্ষারত ।
তোমার জন্য আজও ......
আমার বাগানে বিটিং হার্ট ফুল গুলো
পথ চেয়ে সুগন্ধ বিলায় ।
তোমার জন্য আজও ......
কৃষ্ণসায়র পার্কে বৃষ্টি ভেজা  বেঞ্চ গুলো
প্রশস্ত হয়ে দাঁড়িয়ে অপেক্ষারত ।
তোমার জন্য আজও .......
ওই কালো রঙের সোফাটা নিত্যদিন
কানে কানে বলে তুমি কোথায় ?
তোমার জন্য আজও ......
লজ্জা পাওয়া চাঁদ প্রতিনিয়ত বলে
আলো তুমি সবার চেয়ে ভালো ।
তোমার জন্য আজও .......
প্রিন্সেপ ঘাটের প্রতিটি কোনায়
বিবর্ণ হতাশার গভীর ছোঁয়া ।
তোমার জন্য আজও .......
গঙ্গার বুকে সেই নৌকা তো চলে
কিন্তু হারিয়েছে সে নিজের রাস্তা ।
তোমার জন্য আজও ......
গড়িয়াহাটের বাজার পশরা সাজিয়ে
তোমার হাতের ছোঁয়া পেতে মরিয়া।
তোমার জন্য আজও .......
আমার হৃদয়তো চলছে ধীরে ধীরে
আশাহীন মারণ নদীর তীরে ।