যত মনে পড়ে তত মন পুড়ে,  
ফেলে আসা মাঠ মনে পড়ে,
মনে পড়ে ফেলে আসা গোধূলি আকাশ ,
গলিতে এখন  আর নাই অবকাশ !
সূর্য ডুবে, শরীরও ডুবে,
দিন শেষে শরীর দাঁড়াবে,
শরীরে কী আগুন  ঢেলে দিবি
নিয়ে আসিস আগুন অসংবৃত ছবি!
এমনই সে রং !
এমনই সে ঢং!  
রং দাঁড়ানো শরীর চেনে!
অতীত ভাবে আনমনে অতি গোপনে!
এ রঙিন ঘরে রোজ নতুন পরিচয় !
রং অস্বীকারে ধীরে ধীরে গলি অন্ধ হয় !