একটি কবিতা লিখব বলে রেখেছি অন্তঃস্থলে,
ভেবেছি বলে দেব একথা ওকথা বলার ছলে,
সে কবিতাটি পড়ার
যার আছে অধিকার
সে তো নির্বিকার !
অতীতের জাদুঘর তার পুরানো বিকার!
অন্তিম কথা কত গভীর কে জানে!
শেষ দিনে কত উদার হতে পারি কে জানে!
সার সার ভেসে যাবে মুখ,
অভিমান আর ভুল ভরা মনের অসুখ!
সব লিখে যাব সেদিন, শেষ কবিতায়,
সৎ ভাবে বলে যাব সব মিথ্যা কথা,
বলে যাব নির্ভয়ে সব ভয় কথা,
নির্লজ্জ হয়ে বলে যাব, যা কেউ বলেছিল লজ্জায় ঢাকো !
বলে যাব অস্ফুট স্বরে, বন্ধু পার যদি কান পেতে রাখো!
কবিতা যদি পুড়ে যায় চিতার আগুনে বা বিদ্যুৎ চুল্লিতে!
বন্ধু এক কপি পেয়ে যাবে অনিদ্রিত কোন এক মধ্যরাতে!