ফুট পাথ পিচরোডের কোলে, ছন্নছাড়া শরীর ছুঁলে
      পাপও ভাবে আবার এ কোন পাপ!
পথ না জেনেই পথে এল! পাপকে পথের ভুতে পেলো
        শিশুর উপর কে দিল ভুত ছাপ!
যতই বল পথ শিশু, যতই নাম কর যীশুর
         এইগুলো সব হদ্দ পশুর জাত!
মুঠো ফোনে গেম খেলবি, সিটি মলে ঠান্ডা খাবি  
         এগুলো সব চাটবে এঁট পাত !
দেখরে ভেবে ভুলটা কাদের! ধর রে তাদের ভুলটা যাদের!  
         যত নচ্ছারিতে এগুলো অচ্ছুৎ!
ওরা লাগামছাড়া দিশাহারা, পথের ঘরেই গৃহহারা
      যদি বলেই ফেলে এমনই  অদ্ভুত!
"হানি মানি জানি না! তোদের কোন কিছু মানি না !
          দেখবি না কি হতচ্ছাড়া ভূত!"