এলো পদ্ম ফুল বেনোজলে
ঠেকল এক ভাঙ্গন ধরা কূলে।
কেউ নেই! কেউ নেই!
পূবের রোদ পড়ল যেই,
এক শক্ত হাত তুলে নিল ফুল!
ফুলের শুরু  হল ভাবনার ভুল ।
এক নাসিকা নিল ঘ্রাণ!
পদ্ম ভাবে  পেল মান।
পদ্ম আর লাগে নি পূজায়,
শতদল প্রতি দল খশায়।
শক্ত হাত পাপড়ি ছেঁড়ে নিজ খুশির খেয়ালে'
অভিমানে ছেঁড়া ফুল ফিরে গেল বেনোজলে!
খালি হাত ধরে আছে শুধু বৃন্তটুকু,
ছেঁড়া ফুল বলে যায় রাখ ওইটুকু!