মতলবী মাথা, পাপ, যুদ্ধ তারপর মৃত্যু!
ক্ষমতার পাপে মরে বিশ্বস্ত নির্দোষ কুকুর!
সাথে কিছু নিরীহ মানুষ!
পীড়িত নিরীহ মুখ বয়ে চলে পাপ,
আর ব্যাপক হা হুতাশ !
অদৃশ্য! পাপীদের গোপন জীবন!
সহিংস লাঞ্চ বা রক্ত আলোয়
ডিনার, পোড়া মাংস দিয়েই হয়!
মিসাইলের ডগায় অজানা দিনের বন্ধ ভয়!
সহিষ্ণু মানুষ আর কত সহিংসতা সয়!
বধ্য মানব সন্তানেরাই ত্রস্ত, যুদ্ধপাপে দায়গ্রস্ত !
যে রক্ত ঝরেছিল অশ্বকেশরে, ভিজেছিল মাটি,
সে রক্ত আজও মাটিতে বারুদে শুকায়!
জনশূন্য আজও হয় কত জনপদ!
শত্রু রক্ত চুষে রক্তচোষা হয় নিরাপদ !
জীবন না বুঝেই পড়ে যায় লাশ!
উবে যায় মানবতা, বেঁচে থাকার বিশ্বাস!
এক হিংসা আর এক হিংসাকে খায়!
অজানা ভয়ে পৃথিবীর দিন কেটে যায়!
বল শিশু তুমি কেন নেবে এ পাপের দায় !