কল্পনার ভূত ভবিষ্যত খায়
বর্তমানে দরজার এপারে,
সুখ রেখে আসি দরজায়
ওপারে দূরে সেফলকারে।
দিন এভাবেই চলে যায় !
মিনিট ঘন্টা সব খসে পড়ে,
আগুন ধরে!ভাঙ্গা পোড়া ঘরে,
আপেক্ষিক সময়ও পুড়ে মরে!
তারপর! তারপর! শেষ সব!
না ভূত না ভবিষ্যত না উপদ্রব!
দিনের আলো শেষ রাতের মত নীরব!
কারও যাওয়া নেই!কারও আসা নেই!
প্রশ্ন নেই!ভুল উত্তর নেই, তাই আক্ষেপও নেই।
শূন্য খাতায় শূন্য পেয়ে মিশিয়ে দিই শূন্যতেই।