হে! প্রাণের আরাম দেহ!
তোমার উপর যত সন্দেহ।
সামলে যত রোগ,
আগলে রেখে ভোগ,
তোমায় ছাড়বে বলে দেখো
বসে আছে সে ও!
---------------------------------------
ওরে পাগলা ! এবার  নিজের ঘর আগলা!
তোর ঘরে ডিম পেড়ে পালাল যে কোকিলা!
----------------------------------------
ভাল কবিতা দুলিয়ে দিয়ে চলে যায়
রেশ নিয়ে নিজে নিজেই দোল খাই।
কবিতার নেশায় চূর হয়ে যাই।
এই আমার প্রাণায়াম।
এই আমার যোগাসন।
----------------------------------------
চাঁদ উঠেছে মধ্য রাতে গাছের উপর কে রে !
ভুত! গাছের উপর বসে দুজন বাচ্চা পাড়ি রে !
-----------------------------------------
বাংলার হেরো ইংরেজীতে হল HERO!
লেখা হল ঠিক ! যাদু ! কে বলিতে পারো!
-----------------------------------------
এ হাসি কেমন হাসি!
নিজের ঠোঁটেই পরবাসী।