কে চায় কাটুক দিন শীতল স্তরে
শান্ত স্ফটিক আর স্থবির আধারে!
দিন দিন রোজকার  শীতল জীবন
চিন্তা  উষ্ণতা চায় প্রতি ক্ষণ।
অতঃপর তরলে দ্রবীভূত নিরাশা
তৃষ্য স্পর্শ, ঘন  মদির পিপাসা,
বন্দী চিন্তা ঘুরে শোণিতে শোণিতে
মুক্তি বন্দী  হয়  আপন জগতে।