কিছু তারাবাতি কিছু চকলেট,
আতসবাজী তুবড়ি কিছু রকেট,
তাদের ঘিরে কিছু সুবেশ শিশু চকচকে বালক বালিকা
সামনের ফুটপাথে কিছু পথ শিশু না ঘর কা, না ঘাট কা!  
এক একটিকে আগুন ছুঁচ্ছে তারপর হু...উশ! বুম!  
আলো শব্দ আনন্দ... ধুম চলছে, বেঁচে থাকার ধুম!
রাত ক্লান্ত হলে ঘুম চাইল শব্দ, হল্লার শেষ!  
রাতের বাতাসে পোড়া বারুদে আনন্দের রেশ।
বাচ্চাদের হাত ধরে ফিরছে বাবা মা নিজেদের আরাম কুঠরিতে,  
কাল থেকে স্কু্‌ল শিশুরা ছুটবে, ফুটবে, কিছু শুকিয়ে যাবে পথে।
তারপর হুউ...শ
ছুটতে ছুটতেই শেষ!  
থাকবে না কেউ, না এদিনের শিশুরা, না জন্মদাতা দাত্রীরা,
তবু জীবনের কোলাহলে বেঁচে থাকব আমরা সেদিনের মৃতরা।