আফশোস-
কাঁচকে যদি হীরে ভাব
সে কি কাঁচের দোষ !
ঠগী ঠকায়, বোকা ঠকে
শিল্পীর আফশোস l  
---------------------
প্রেম -
প্রেম ছু্ঁয়েছে! দিশাহারা!
এখন আর যায় কি ধরা!
প্রেম হয়েছে কাছ ছাড়া,
ফের চিন্তা ঘোরে বেপাড়া!
----------------------
কপট-
অকারণে কান্না আর কপট হাসি
কপচান মিঠা বুলি মিথ্যা সর্বনাশী।
----------------------------------------------
শাড়ি-
পূজোর বাজার শাড়ির বাহার রকমারী নাম!
পাঁচ হাজারী দশ হাজারী উত্পটাং দাম!
এবার থেকে বুক পকেটে রাখব বাবার নাম,
ভুলে গেলেই দেখে নেব চুকিয়ে দিয়ে দাম।
------------------------------------------------
ওরে নারী-
ওরে নারী,
তোরে কি ভুলতে পারি,
তুই যে আমার  ভাতের থালার সুস্বাদু তরকারী !
ওরে নারী,
তোরে কি ছাড়তে পারি,
তুই যে আমার  শোওয়ার বালিশ বিছানার মশারি !
ওরে নারী,
তোরে কি ধরতে পারি,
তুই যে আমার আকাশ কুসুম  স্বপ্ন করিস চুরি !