হলুদ ডানা রঙিন পাখি,
ছোট্ট এক তীক্ষ্ণ ঠোঁট
ছোট্ট এক নতুন চারা,
কচি পাতায় সোনা রোদ !
উড়ুত ফুড়ুত লাফায় পাখী,
সরু ঠোঁট বড্ড চঞ্চল!
পালক ছোঁয় সবুজ শরীর,,
ছোট্ট গাছে লাগল হিন্দোল।
সুখের ডানায় খেলে পাখি,
চারার কচি শরীর অসহায়
সরু ঠোঁটের তীক্ষ্ণ ছোঁয়ায়
কচি পাতা মাটিতে ছড়ায়।
সন্ধ্যে হলে খেলা শেষে
পাখি ফিরল নিজের ঘরে,
শীর্ণ চারা পত্র শূন্য,
মাটির উপর শীর্ণ শিকড়ে।
পাখি নতুন ভোরে নতুন গাছে
খেলে উড়ুত ফুড়ুত,
চারা পাতা হারিয়ে প্রাণ ছেড়েছে,
গত রাতেই ফুড়ুত!